জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে এর আয়োজন করে ক্যালিফোর্নিয়া যুবলীগ।
অনুষ্ঠানের শুরুতেই শেখ ফজলুল হক মনির জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। কেক কাটার পূর্বে যুবলীগের সানফ্রানসিসকো সিলিকন ভ্যালী শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া, অনুষ্ঠানে শেখ হাসিনার সরকারে নানান উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম, সহ-সভাপতি নাজমুল চৌধুরীসহ আরো অনেকে।
এম হাসান