
বিক্ষোভ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও বিক্ষোভ করেছে ফিলিস্তিনিপন্থীরা। স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে উইলিয়ামসবার্গ ব্রিজের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়।
এক ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, ১ লাখ ১৪ হাজারেরও বেশি ফলোয়ার সহ একটি দল দুপুর আড়াইটা থেকে উত্তর ৮ম স্ট্রিট এবং বেডফোর্ড অ্যাভিনিউতে বিক্ষোভ শুরু করে।
বিকাল সাড়ে ৪টা নাগাদ বিক্ষোভকারীরা উইলিয়ামসবার্গ ব্রিজ থেকে ম্যানহাটনের দিকে যেতে শুরু করে। এ সময় তারা বিভিন্ন স্লোগানে চারদিক মাতিয়ে তুলে।
জানা গেছে, ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজা থেকে আরও বেশি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। কারণ তারা হামাস শাসকদের নির্মূল করার লক্ষ্যে আক্রমণকে জোরদার করছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে ওই অঞ্চলে মৃতের সংখ্যা ১৫ হাজার ৫০০ ছাড়িয়েছে।
এসআর