
এটিএম কার্ড।
ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটিএম কার্ড অবিচ্ছেদ্য অঙ্গ। টাকা তোলা ছাড়াও ঋণ নেওয়া, কেনাকাটা-সহ বিভিন্ন সুবিধা এটিএম কার্ড থেকে পাওয়া যায়। তবে এটিএম কার্ড ইস্যু করার সঙ্গে সঙ্গেই পেতে পারেন লাখ লাখ টাকার বিমা সুবিধা পান।
বেশির ভাগ ব্যাংকেই দুর্ঘটনাজনিত বিমার ক্ষেত্রে বিমানে দুর্ঘটনা এবং অন্যান্য দুর্ঘটনার বিমার পরিমাণ আলাদা থাকে। সেই সঙ্গে কত টাকা পাওয়া যাবে নির্ভর করে কার্ডের উপর। এ ছাড়াও, মৃত্যুর কতদিন আগে সেই এটিএম কার্ড ব্যবহার করা হয়েছে তাও গুরুত্বপূর্ণ। কোনো ব্যাংকের ক্ষেত্রে এই সময় ৪৫ দিন, তো কোনো ব্যাংকের ৩০ দিন।
প্রতিটি ব্যাংকেই ভিসা, মাস্টারকার্ডের প্ল্যাটিনাম, গোল্ড, প্রাইড, প্রিমিয়াম, ক্লাসিক-সহ বিভিন্ন রকমের কার্ড থাকে। স্টেট ব্যাংকের ক্ষেত্রে এসবিআই গোল্ড এবং প্রাইড কার্ডে (ভিসা, মাস্টারকার্ড) দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লাখ টাকার বিমা থাকে। প্রিমিয়াম এবং প্ল্যাটিনাম কার্ডে এই বিমার পরিমাণ পাঁচ লাখ টাকা। বিমান দুর্ঘটনার ক্ষেত্রে এই বিমার পরিমাণ প্রতি ক্ষেত্রেই বেশি। ভারতের স্টেট ব্যাংকের প্ল্যাটিনাম কার্ডের ক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে এই বিমার পরিমাণ দুই লাখ টাকা, তবে মৃত্যুর আগের ৩০ দিনের মধ্যে কার্ডটি কোনোভাবে ব্যবহার করতে হবে।
এদিকে, মৃত্যুর পরেই সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। ক্লেম ফর্মের সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট, মৃত্যুর সনদ, হাসপাতাল থেকে পাওয়া মৃত্যু সংক্রান্ত তথ্য, উত্তরাধিকারের পরিচয়পত্র এবং মৃত ব্যক্তির সঙ্গে উত্তরাধিকারের সম্পর্কের প্রমাণ-সহ বিভিন্ন তথ্য জমা দিতে হবে।
এম হাসান