ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

স্যুটকেসের মতো স্কুটার

হিন্দুস্তান টাইমস 

প্রকাশিত: ২৩:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

স্যুটকেসের মতো স্কুটার

বাজারে এসেছে হোন্ডার ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটার

বাজারে এসেছে হোন্ডার ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটার। এটি ভাঁজ করলে দেখতে ছোটখাটো স্যুটকেসের মতো। আবার ভাঁজ খুললে আস্ত এক স্কুটার। এই স্কুটারটিকে আশির দশকের হোন্ডা মোটোকম্পোর উত্তরসূরি বলা যায়। এবার মোটোকম্পোর ইলেকট্রিক ভার্সন আনল জাপানি প্রতিষ্ঠানটি। গ্লোবাল মার্কেটে হোন্ডা এবং আকুরা ডিলারদের কাছ থেকে ই-স্কুটারটি কিনতে পারবেন। দাম ৯৯৫ মার্কিন ডলার। ই-স্কুটারটির গুরুত্বপূর্ণ দিক হলো তা ফোল্ডেবল। অর্থাৎ যে কোনো জায়গায় স্যুটকেসের মতোই এই বিদ্যুৎচালিত স্কুটারটিকে ভাঁজ করে নিয়ে যাওয়া যাবে। এই ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটারের নাম মটোকমপ্যাক্টো। এটি দেখতে খুবই আকর্ষণীয়।

এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল এবং একবার ব্যাটারি চার্জে এটি ১২ মাইল যেতে পারবে বলে জানিয়েছে হোন্ডা। মাত্র সাত সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১৫ মাইল গতিবেগ উঠানো যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি। এ ছাড়া বাইরে বেরোনোর সময় চার্জিং কর্ড এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জায়গাও রয়েছে স্যুটকেস আকৃতির এই স্কুটারে। হোন্ডা জানায়, এরকম একটি স্কুটার তৈরির উদ্দেশ্য ছিল ক্রেতারা যেন স্কুটারকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করতে পারেন। ইচ্ছামতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন। -হিন্দুস্তান টাইমস