ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ছাগলের জন্যও কাটলেন ট্রেনের টিকিট

প্রকাশিত: ১৩:২৪, ৭ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৩:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৩

ছাগলের জন্যও কাটলেন ট্রেনের টিকিট

ছবি: সংগৃহীত।

যেখানে মানুষ টিকিট ছাড়াই ট্রেন ভ্রমণ করেন। সেখানে ছাগলের জন্যও ট্রেনের টিকিট কেটেছেন এক নারী। এতে তিনি তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের। 

ওই ঘটনার একটি ভিডিও বুধবার সকালে এক্স-এ (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ। যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। 

আরও পড়ুন :ঝড়ে উড়ে গেলেন নারী, দেখুন ভিডিওতে

ভিডিওতে দেখা যায়, একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন।

She bought train ticket for her goat as well and proudly tells this to the TTE.

Look at her smile. Awesome.❤️ pic.twitter.com/gqFqOAdheq

— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) September 6, 2023

 

এ সময় টিটিই টিকিটের বিস্তারিত তথ্যে চোখ বোলান এবং (আশ্চর্য হয়ে) জিজ্ঞেস করেন, ‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ জবাবে ওই নারী মন ভোলানো হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তিনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন।

ভিডিওর কথোপকথন থেকে বোঝা যায়, ওই নারী বাংলা ভাষাভাষী। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

She bought train ticket for her goat as well and proudly tells this to the TTE.

Look at her smile. Awesome.❤️ pic.twitter.com/gqFqOAdheq

— Awanish Sharan ???????? (@AwanishSharan) September 6, 2023

খবর এনডিটিভির

টিএস

×