
বাতাসের তীব্রতায় উড়ে যায় এই নারী।
ঝড়ের রুদ্ররূপ যে কত ভয়ঙ্কর হতে পারে, তার সাম্প্রতিক নিদর্শন ধরা পড়েছে চীনে। সম্প্রতি দক্ষিণ চীনের গুয়াংদং প্রদেশের ইয়াং চিয়াং শহরের হাই লিং দ্বীপে আছড়ে পড়েছে সুপার টাইফুন ‘সাওলা’। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল সেকেন্ডে ২৮ মিটার।
ঝড় ঘিরে সর্বত্রই সতর্কতা জারি করা হয়েছিল। শক্তিশালী ঝড়ের তাণ্ডবের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। তার মধ্যে একটি ভিডিও দেখে আঁতকে উঠেছেন সবাই।
People under 50 kilograms banned from the streets in China due to Typhoon Saola
— Tansu YEĞEN (@TansuYegen) September 2, 2023
pic.twitter.com/kldFherEHF
তখন চীনে তাণ্ডব চালাচ্ছে টাইফুন, সঙ্গে বৃষ্টি। হঠাৎ দেখা গেল, উড়ে এসে রাস্তায় পড়লেন এক নারী। এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, ঝড়ের মধ্যে রাস্তার ফুটপাথ ধরে হাঁটছিলেন এক নারী। বাতাসের তীব্রতা সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়েন তিনি। শুনশান রাস্তার মধ্যে কোনওরকমে সামলে উঠে বসেন তিনি। কিন্তু ঝড়ের দাপটের জেরে উঠে দাঁড়াতে পারেননি। সাত সেকেন্ডের এই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকে।
এম হাসান