ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি

কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব ॥ ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ১১ মে ২০২৫

কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব ॥ ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ চলছে কয়েক দশক ধরে। এটিকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুইবার যুদ্ধে জড়িয়েছে। গত মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা নিয়েও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা। তবে চারদিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লি।

আর এই আবহের মধ্যেই কাশ্মীর সমস্যা সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভি, ডন ও সিএনএনের।
যুদ্ধবিরতিতে পৌঁছার একদিন পর রবিবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ আগ্রহের কথা জানান। পোস্টে ট্রাম্প বলেন, এখনই আগ্রাসন থামানো উচিত। দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছে, তার জন্য আমি গর্বিত। এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তা প্রশংসার যোগ্য।

দুই দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে তার জন্যও আমি গর্বিত। পোস্টে ট্রাম্প কাশ্মীর সমস্যা নিয়েও মুখ খুলেছেন। তিনি জানান, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী। দুই দেশের সঙ্গেই এ বিষয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এই সমস্যার সমাধানে যাতে একটি রাস্তা বেরিয়ে আসে তার জন্য ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী। 
ভারত ও পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে তা সত্যিই উল্লেখযোগ্য। পোস্টে দুই দেশের সঙ্গেও বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যদিও আলোচনা করা হয়নি আমি এই দুটি দেশের সঙ্গেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে যাচ্ছি। কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে বিষয়টি দিল্লির জন্য কিছুটা অস্বস্তিকর হবে বলেই অনেকে মনে করছেন। কারণ কাশ্মীর নিয়ে ভারতের নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্বাগত না জানানো। এর আগে শনিবার বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার যুদ্ধবিরতি হয়েছে।

এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান, ভারত-পাকিস্তান একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করবে। এখন জানা যাচ্ছে দুই দেশের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানিয়েছেন, ভারতের স্থগিত করা সিন্ধু নদ পানি চুক্তি, বিরোধপূর্ণ কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। 
তবে কবে কখন দুই দেশ এসব বিষয় নিয়ে বসবে তা এখনো চূড়ান্ত হয়নি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানীদের জন্য ভিসা সুবিধা বাতিল ও কূটনীতিক সম্পর্ক অবনমন করে। এরপর পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতসহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়।

সিন্ধু নদ পানি চুক্তির মাধ্যমে সিন্ধুর উপনদীর পানিগুলো নিজেদের মধ্যে ভাগ করে আসছিল ভারত-পাকিস্তান। চুক্তির আওতায় পাকিস্তান পাচ্ছিল সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর পানি। অপরদিকে ভারত ব্যবহার করছিল শতদ্রু, বিয়াস এবং রবি নদীর পানি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তিটি হয়েছিল। ভারত সিন্ধু নদ পানি চুক্তিটি স্থগিত করার পর পাকিস্তানের কৃষকরা চিন্তিত হয়ে পড়েন। কারণ এ চুক্তির মাধ্যমে আসা নদীর পানি দিয়েই দেশটির ৮০ শতাংশ কৃষক ফসল উৎপাদন করেন।
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিতই থাকছে। চারটি সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ১৯৬০ সালের এই চুক্তি সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর পানিবণ্টন নিয়ন্ত্রণ করে, যা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরে বহাল ছিল।

তবে কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর গত মাসে ভারত একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে। শনিবার ভারত ও পাকিস্তান সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এক আলোচনায় সমুদ্র, আকাশ ও স্থলপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও এই পুরোনো পানিচুক্তি পুনর্বহাল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে।

×