
ছবি: সংগৃহীত
শনিবার ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। রোববার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
চৌধুরীর দাবি, ওইদিন ভারতের বিভিন্ন প্রধান শহরের আকাশে পাক-সেনার ডজন ডজন সশস্ত্র ড্রোন চক্কর দিয়েছে, যার মধ্যে রাজধানী নয়াদিল্লিও রয়েছে। এসব ড্রোন ও অন্যান্য অস্ত্রের মাধ্যমে চালানো ‘অপারেশন’-এ ধ্বংস হয়েছে ২৬টি সামরিক টার্গেট।
এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, “ভারতের ন্যক্কারজনক সামরিক আগ্রাসন এবং আমাদের সাধারণ নাগরিকদের নির্মম হত্যার বিরুদ্ধে পাকিস্তান বিচার এবং প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা তা পালন করেছি।”
তিনি নিহত পাকিস্তানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান, আহতদের সুস্থতা কামনা করেন এবং পাক সেনাদের সাহসিকতার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের যুব সমাজকে ‘তথ্য ও সাইবার যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তাদের অবদানের প্রশংসা করেন। পাকিস্তানের গণমাধ্যমকে ‘ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে স্টিল ওয়াল’ বলেও অভিহিত করেন তিনি।
চৌধুরীর ভাষ্যমতে, পাকিস্তানের এই সামরিক প্রতিক্রিয়া ছিল “একটি আদর্শ পাঠ্যপুস্তকসম প্রতিক্রিয়া”—যেখানে ব্যবহার করা হয়েছে রিয়েল-টাইম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, নেটওয়ার্ক-সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি এবং মাল্টিডোমেইন অপারেশনস।
এসএফ