ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বহুতল ভবনে আগুন

রশি বেয়ে নামলেন কিশোর-কিশোরীরা

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ জুন ২০২৩

রশি বেয়ে নামলেন কিশোর-কিশোরীরা

বহুতল ভবন

ভারতের নয়াদিল্লিতে একটি বহুতল ভবনের কোচিং সেন্টারে আগুনের ঘটনায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। সেই সময় সেখানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদের অনেকেই ১৪-১৫ বছর বয়সী ছাত্র-ছাত্রী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আগুন লাগে। ওই বহুতল কোচিং সেন্টারটি নয়াদিল্লির মুখার্জিনগরে। জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে শিক্ষার্থীরা নেমে আসেন ওপর থেকে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও চলছে উদ্ধার কাজ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের শুরু একটি ইলেক্ট্রিক মিটার থেকে। এর পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এর পর তারা ভবনের পেছনের দিক দিয়ে দড়ি বেয়ে নিচে নেমে আসার চেষ্টা করেন। এ সময় অন্তত চার শিক্ষার্থী আহত হয়। 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×