
সম্প্রতি অতি বিরল কামলা রঙের একটি গলদা চিংড়ি খুঁজে পেয়েছে
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলে মাছ ধরার একটি দল সম্প্রতি অতি বিরল কামলা রঙের একটি গলদা চিংড়ি খুঁজে পেয়েছে। অতি বিরল এই চিংড়িটিকে খুঁজে পাওয়ার পর দলটি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাসটাসিন বিভাগে দান করেছেন। ক্যাপ্টেন ক্রেগ ও তার ক্রু সেজ ব্লেক ও ম্যান্ডি সাইর বোট দিয়ে মাছ ধরার সময় কমলা গলদা চিংড়িটি খুঁজে পান। ক্রু ম্যান্ডি সাইর পোর্টল্যান্ড প্রেস হেরাল্ডকে বলেন, ‘এটাই প্রথম। এর আগে আমি দেখিনি। তবে ক্যাপ্টেন ক্রেগ বিরল এই চিংড়িটি দ্বিতীয় বার দেখলেন। এটা অনেক উত্তেজনাপূর্ণ।’ সাধারণত নীল গলদা চিংড়ির থেকে এটি আলাদা। গবেষকরা বলছেন, বিরল এই চিংড়িটির একটি নখর নেই। কিভাবে নখর বৃদ্ধি পায় তা নিয়ে গবেষণা করলে এর রঙের উৎপত্তি সম্পর্কে জানা যাবে।-ইউপিআই অবলম্বনে