ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

রুশ নাগরিকত্ব চান বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী

প্রকাশিত: ১৩:০২, ১ জুন ২০২৩

রুশ নাগরিকত্ব চান বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী

তারা রিডি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করা তারা রিড  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেশটির নাগরিকত্ব চেয়েছেন। তিনি বর্তমানে রাশিয়াতে রয়েছেন। 

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় বাইডেনের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেন তারা রিড। মঙ্গলবার রাশিয়ার গণমাধ্যম স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তারা রিড বলেন, আমি ছুটিতে মস্কোতে এসেছি। এখানে আসার পর নিরাপদ ও সম্মানিত বোধ করছি। যুক্তরাষ্ট্রে আমার জীবনের হুমকি রয়েছে। আমি রাশিয়ার নাগরিকত্ব নিয়ে এখানেই থেকে যেতে চাই।

তারার বয়স ৫৯ বছর। ১৯৯৩ সালে বাইডেনের কংগ্রেশনাল অফিসে কাজ করতেন তিনি। তারা অভিযোগ, ১৯৯৩ সালের আগস্টে ক্যাপিটল হিলের করিডরে তৎকালীন সিনেটর বাইডেন তাকে যৌন হয়রানি করেছিলেন। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এ অভিযোগ তুলেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেন বাইডেন।

খবর দ্য গার্ডিয়ানের

টিএস

×