ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে মন্দিরে কুয়ায় পড়ে ১২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:০০, ৩০ মার্চ ২০২৩; আপডেট: ১৯:০৩, ৩০ মার্চ ২০২৩

ভারতে মন্দিরে কুয়ায় পড়ে ১২ জনের মৃত্যু

.

ভারতের ইন্দোর মন্দিরে কুয়োয় পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পায়ে পিষ্ট হয়ে ৩০ জন আহত হয়েছে।

রাম নবমী উপলক্ষ্যে প্রবল পায়ের ধাক্কায় মন্দিরটি অবস্থিত কূপের ছাদ ভেঙে পড়েছিল।
বেলেশ্বর মহাদেব মন্দিরে উদ্ধার কাজ অব্যাহত থাকায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি।

বেলেশ্বর মহাদেব মন্দিরে ঘটনাটি ঘটেছে রাম নবমীতে ভক্তদের ভিড়ের মধ্যে। ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যগুলি ইঙ্গিত করে যে মন্দিরের মেঝে প্রচণ্ড পায়ের ধাক্কায় ভেঙে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভক্তদের দড়ি ও মই দিয়ে বের করে আনা হচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এটা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ওই স্থানে উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেছেন, ইন্দোরের দুর্ঘটনায় অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনায় আমি ব্যথিত।

ইন্দোরের কালেক্টর টি রাজা বলেছেন, উদ্ধার কাজ চলছে এবং প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 সূত্র: এনডিটিভি

এসআর

×