ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যাক্রোঁর বিরুদ্ধে ফ্রান্সে ৩৫ লাখ লোকের বিক্ষোভ

পেনশন ইস্যুতে উত্তপ্ত ফ্রান্স

প্রকাশিত: ২০:৫৭, ২৪ মার্চ ২০২৩

পেনশন ইস্যুতে উত্তপ্ত ফ্রান্স

ইম্যানুয়েল ম্যক্রোঁর পেনশন সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তুলো শহরে মিছিল বের হয়। এসময় এক বিক্ষোভকারী বর্জ্যরে কন্টেনারে ধরিয়ে দেওয়া আগুনের সামনে লাফ দেন

পেনশনের বয়সসীমা ৬২ বছর থেকে ৬৪ বছর করার জেরে বৃহস্পতিবার আবারও বড় ধরনের বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে এদিন রাস্তায় নামেন লাখ লাখ মানুষ। ফরাসি ইউনিয়নগুলো জানিয়েছে, বৃহস্পতিবারের বিক্ষোভে ৩৫ লাখেরও বেশি মানুষ যোগ দেন। এদিন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিক্ষোভকারীরা গাড়িসহ বিভিন্ন অবকাঠামোয় অগ্নিসংযোগ করেন। বৃহস্পতিবার রাজধানী প্যারিসে লাখ মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন বলে দাবি করেছে ফরাসি ইউনিয়ন। তারা পেনশনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তবে দক্ষিণ-পূর্ব দিকের বোর্দো শহরে আগুন, ভাঙচুর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বোর্দোর সিটি হলের প্রবেশপথে আগুন ধরিয়ে দেন তারা। অপরদিকে রাজধানী প্যারিসে মধ্যরাতের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

বৃহস্পতিবারের বিক্ষোভে মূলত যোগ দিয়েছিলেন ফ্রান্সের তরুণরা। পেনশনের বয়সসীমা বৃদ্ধির কারণে তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন। হঠাৎ করে এদিন আবার পুরো দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি ভাষণের পর। বুধবার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক টেলিভিশন ভাষণে বলেন, ‘ বিক্ষোভ বৈধ। তবে বিক্ষোভের কারণে সিদ্ধান্ত বদল করা হবে না। পেনশনের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করা হয়েছে মানে চাকরিজীবীদের চাকরির মেয়াদ আরও বছর বৃদ্ধি পেয়েছে। ম্যাক্রোঁ সরকারের সিদ্ধান্তে তরুণ বৃদ্ধ উভয়েই ক্ষুব্ধ হয়েছেন। জুলিয়েট নামের ৫১ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা বলেছেন, ‘তারা আজ এটি ৬৪ বছর পর্যন্ত বাড়াতে চায়। কাল কী ৬৬, ৬৭, ৬৮ বছর হবে? তারা বলছে গড় আয়ু বেশি। কিন্তু আমাদের কী সমাহিত হওয়ার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে? সূত্র: দ্য গার্ডিয়ান

 

×