ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউক্রেনকে ৪৭ কোটি ডলার দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ২২ মার্চ ২০২৩

ইউক্রেনকে ৪৭ কোটি ডলার দেবে জাপান

ইউক্রেনের বুচা শহরে গণকবরের স্থান পরিদর্শন করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

ইউক্রেনকে ৪৭ কোটি ডলার দেবে জাপান। কিয়েভ সফরকালে বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘোষণার কথা জানান। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বরাত দিয়ে জাপানের সংবাদপত্র নিক্কেই জানিয়েছে, অফেরৎযোগ্য সহায়তা হিসেবে ইউক্রেনকে মলিয়ন ডলার সহায়তা দেবে জাপান। এই অর্থ বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য খাতে ব্যয় করা হবে। এর আগে কিশিদা ঘোষণা করেছিল যে, জাপান কিয়েভ সরকারকে অপ্রাণঘাতী অস্ত্র সরবরাহের জন্য তিন কোটি ডলার দেবে।

মঙ্গলবার ইউক্রেন সফরে যান জাপানের প্রধানমন্ত্রী। আকস্মিক এই সফরে ফুমিও কিশিদা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি নিজের সমর্থন ও সংহতি প্রকাশ করেন। তিনি স্বদেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকা ইউক্রেনীয় জনগণের সাহস ও অধ্যবসায়ের প্রতি নিজের শ্রদ্ধাও জানান।  ইউক্রেনকে অফেরৎযোগ্য ৪৭ কোটি ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। -এএফপি

×