ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে লাখ লাখ মৃত মাছ ভেসে উঠেছে

প্রকাশিত: ১৬:০৮, ১৮ মার্চ ২০২৩

অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে লাখ লাখ মৃত মাছ ভেসে উঠেছে

মৃত মাছ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের মেনিন্ডি শহরের কাছে ডার্লিং নদীতে লাখ লাখ মৃত ও পচা মাছ ভেসে উঠেছে। অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো মারা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নদীর পানি মৃত মাছে ভরে গেছে। সেগুলোর ওপর দিয়ে নৌকা চলাচল করছে। এত বেশি মৃত মাছ ভেসে উঠেছে যে পানির নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না বললেই চলে।

গতকাল শুক্রবার নিউ সাউথ ওয়েলস সরকার বলেছে, মেনিন্ডি শহরের কাছে ডার্লিং নদীতে লাখ লাখ মাছ মারা গেছে। ওই এলাকায় ২০১৮ সাল থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন গণহারে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে।

 মেনিন্ডির স্থানীয় বাসিন্দা গ্রায়েমে ম্যাকক্রাব এএফপিকে বলেন, ‘এটি সত্যিকার অর্থে ভয়াবহ ঘটনা। যত দূর চোখ যায়, শুধু মৃত মাছ দেখা যাচ্ছে।’

চলতি বছর গণহারে মাছ মারা যাওয়ার এ ঘটনা আগের ঘটনাগুলোর তুলনায় ভয়াবহ। তিনি মনে করেন, এ ক্ষেত্রে অভাবনীয় রকমের পরিবেশগত প্রভাব পড়েছে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যার পর ডার্লিং নদীতে বনি হেরিং এবং কার্পের মতো মাছগুলোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। বন্যার পানি কমে যাওয়ার পর সেগুলো এখন প্রচুর হারে মারা যাচ্ছে।

অস্ট্রেলিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়, বন্যার পানি কমার পর নদীর পানিতে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে (হাইপোক্সিয়া) মাছগুলো মারা যাচ্ছে।

মেনিন্ডি শহরে প্রায় ৫০০ মানুষের বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে খরা ও বন্যার কবলে পড়ে শহরটি বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিএস

×