
জো বাইডেন
তিনদিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে দুটি বড় ব্যাংক। এ ঘটনায় রীতিমতো চাপে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সম্মেলনে দেউলিয়া হওয়া এই ব্যাংকগুলো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্টকে। আর সেই প্রশ্ন শুনেই মঙ্গলবার মাঝপথে সংবাদ সম্মেলন ছেড়ে যান তিনি। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, কেন এমন বিপর্যয় ঘটল তা কি আপনি জানেন? প্রশ্ন শোনামাত্রই কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যাওয়ার দরজার দিকে হাঁটতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। -সিএনএন