ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরে সেলফি তোলার আহ্বান

প্রকাশিত: ১৫:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরে সেলফি তোলার আহ্বান

গরু

ভারতের কেন্দ্রীয় পশু কল্যাণ সংস্থা ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে সেলফি তোলার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ভালোবাসা দিবসের দিনকে যেন ‘গো-আলিঙ্গন দিবস’ হিসেবে পালন করেন গবাদি পশু প্রেমিকরা।

ভারতের পশু কল্যাণ সংস্থা কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয়ের অধীনে। মন্ত্রণালয়টির দায়িত্বে রয়েছেন পুরুষোত্তম রুপালা।

বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস বা ভালোবাস দিবস হিসেবে পালিত হয়। প্রেম উদ্‌যাপন করেন যুগলেরা। সেই দিনটিকেই এবার ‘গো-আলিঙ্গন দিবস’ পালন করার আহ্বান দেশটির এই কেন্দ্রীয় সংস্থার।

গত সোমবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সবাই জানি গরু হলো ভারতীয় সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রের প্রতিনিধিত্বও করে। গরু আমাদের মায়ের মতো। গরু ‘গোমাতা’ নামেও পরিচিত। 

পশু কল্যাণ বোর্ডের যুক্তি, সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমি সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। আর সেই কারণেই গরুকে আলিঙ্গন করলে মানসিক সমৃদ্ধি আসবে। যা আমাদের ব্যক্তিগত সুখ বৃদ্ধি করবে।

টিএস

×