ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পূর্ব ইউক্রেনের পরিস্থিতি কঠিন হচ্ছে ॥ জেলেনস্কি

প্রকাশিত: ০০:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩

পূর্ব ইউক্রেনের  পরিস্থিতি  কঠিন হচ্ছে ॥  জেলেনস্কি

দোনেৎস্ক অঞ্চলের একটি রণাঙ্গনে ইউক্রেন সেনাদের অবস্থান

ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে সেখানে রাশিয়া আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করছে। শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি তথ্য জানান। খবর বিবিসির।

তিনি বলেন, ‘আমাকে প্রায়ই বলতে হয়েছে সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে। এবং আরও কঠিন হচ্ছে। রুশ হানাদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলতে আরও বেশি সংখ্যক সৈন্য সেখানে নিচ্ছে। ’ ‘এখন বাখমুত, ভুলেদার, লাইমান অন্যান্য এলাকার পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে’- তিনি যোগ করেন।

×