
.
যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন শনাক্ত করার কথা জানিয়েছে পেন্টাগন, যা গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে।
অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া ওই ‘নজরদারি বেলুন’ যে চীনের, সে বিষয়ে অনেকটা নিশ্চিত পেন্টাগনের কর্মকর্তারা।
সবশেষ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা সেটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেননি, কারণ ওই বেলুনের অবশেষ নেমে এলে সেটা নিচের জনবসতিতে ক্ষতির কারণ হতে পারে।-বিবিসি