ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে ’গালা -২০২৩’

মিশিগান (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩

মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে ’গালা -২০২৩’

বেঙ্গল সংগঠনের তরুণী সদস্যরা

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী-আমেরিকানদের ভালোবাসা ও স্বপ্নের অন্যতম বহুল জনপ্রিয় একটি ক্রীড়া সংগঠনের নাম 'মিশিগান বেঙ্গল'  মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী এবং ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন সেক্টরের গুণীজনদেরকে সম্মানিত করে প্রতি বছর এই সংগঠনটি অসামান্য অবদান রেখেই চলছে।  
এরই ধারাবাহিকতায় শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংগঠনটি এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। 

 সংশিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ ২৭৮০০,গেরোগে মেরেলি ডিআর ইউএডব্লিউ,রিজন-১ এ 'গালা-২০২৩' এই অনুষ্ঠানটি হচ্ছে | এতে অন্তত কয়েক' শ প্রবাসী বাংলাদেশি ও আমেরিকান নারী-পুরুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে | 

সংশ্লিষ্ট সংগঠনে অন্যতম কর্ণধার অনন্ত সাইফ জনকণ্ঠকে জানান, কমিউনিটি, মিডিয়া, খেলাধুলা, সংগীতসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অন্তত ২'শ গুণীজনকে এই অনুষ্ঠানে স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে | 

এতে প্রধান ও বিশেষ অতিথিদের কাতারে থাকছেন,ডেট্রয়েট সিটির ডেপুটি মেয়র টড বেডিশন, বিশিষ্ট দার্শনিক ও দানশীল ব্যক্তিত্ব ডক্টর দেবাশীষ মৃধা, ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ডক্টর কামরুল মজুমদার, ইউনিয়ন অব অটোমেটিক ওয়ার্কার মিশিগান রিজন-১ এর ডাইরেক্টর ল'শন ইংলিশ, ডেমোক্রেট পার্টির ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির সবুজ, বেঙ্গল ইন্স্যুরেন্স প্রধান রাসেল আলী সহ আরও বেশ কয়েকজন ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি স্পনসর করছে, এস এন এস লোন, বেঙ্গল ইন্স্যুরেন্স, টামারফ হোন্ডা, এএইচ  রিয়েল স্টেট ও জেএস গ্রুপ। 

এদিকে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে জনপ্রিয় সংগীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মন মাতানো সাংস্কৃতিক সন্ধ্যা । থাকবে ব্যান্ড সংগীতও।

এসআর

×