
শতাধিক মানুষের মৃত্যু
প্রচণ্ড ঠান্ডার কারণে আফগানিস্তানে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি ত্রাণসংকটের কারণে আফগান জনগণকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
আফগানিস্তান এবার শীতলতম একটি বছর পার করছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমে মাইনাস ২৮ ডিগ্রিতে নেমে আসে। অন্য বছরগুলোতে এ সময়ে তাপমাত্রা ০ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।
গত রবিবার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কার্যালয়ের এক টুইটার পোস্টে বলা হয়, সংস্থাটি ৫ লাখ ৬৫ হাজার ৭০০ মানুষকে কম্বল, উষ্ণতা এবং আশ্রয় দিয়েছে। তবে আরও সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেছে তারা।
গতকাল মঙ্গলবার তালেবানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি সিএনএনকে বলেন, প্রায় ৭০ হাজার গবাদিপশু ঠান্ডায় জমে মারা গেছে।
এদিকে নারী এনজিও কর্মীদের ওপর নিষেধাজ্ঞার পর আফগানিস্তানে ত্রাণ বিতরণ কার্যক্রম কমে যাওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ২ কোটি ৮৩ লাখ মানুষ, অর্থাৎ দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের টিকে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন।
খবর সিএনএনের
টিএস