ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভেসে এলো ২৫০০ সিলের মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৫ ডিসেম্বর ২০২২

ভেসে এলো ২৫০০ সিলের মৃতদেহ

কাস্পিয়ান সাগরের উপকূলে ভেসে আসা সিলের মৃতদেহ

রাশিয়ার দক্ষিণাঞ্চলে কাস্পিয়ান সাগরের উপকূলে প্রায় ২ হাজার ৫০০টি সিল মৃত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার তারা বলছেন, সহিংস কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে এমন কোনো লক্ষণ নেই। কাস্পিয়ান সাগর উপকূলে প্রাথমিকভাবে প্রায় ৭০০টি মৃত সিল পাওয়া গিয়েছিল বলে রিপোর্ট করা হয়।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃত এসব সিলের সংখ্যা বাড়ছে এবং এসবের গণনা এখনও অব্যাহত রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইউসিএন) ২০০৮ সাল থেকে ক্যাস্পিয়ান সিলগুলোকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকায় শ্রেণিবদ্ধ করেছে। -বিবিসি

×