
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার নিজের করোনায় আক্রান্ত হওয়ার এই তথ্য নিজেই জানান অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।
অ্যান্থনি বলেন, সোমবার দুপুরের দিকে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ায় তিনি বাসা থেকে সরকারি দপ্তরের দায়িত্ব সামলাবেন বলেও জানিয়েছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি। করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ আসার পর চলতি বছরের শুরুর দিকে ফেডারেল নির্বাচনী কিছু প্রচারণায় অংশ নেয়া থেকে বিরত ছিলেন তিনি। পরে তার দল লেবার পার্টি ওই নির্বাচনে জয় লাভ করে।
এমএম