ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজমুকুটে পরিবর্তন আসছে

প্রকাশিত: ০০:০৬, ৫ ডিসেম্বর ২০২২

রাজমুকুটে পরিবর্তন আসছে

.

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে ২০২৩ সালের ৬ মে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ১৭ শতকে তৈরি সেন্ট এডওয়ার্ড রাজ মুকুট পরিধান করবেন তিনি। চার্লসের অভিষেকের আগে মুকুটটিতে পরিবর্তনের কাজ (মডিফাইয়িং ওয়ার্ক) করা হবে। রবিবার যুক্তরাজ্যের বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে প্যালেস বলেছে, ‘আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে সামান্য পরিবর্তনের কাজ করা হবে।’ রানী দ্বিতীয় এলিজাবেথ বেঁচে থাকার সময় তার মাথায় ছিল অন্য আরেকটি মুকুট। সেটি ছিল রানীর মুকুট। ওই সময় ১৭ শতকের রাজ্যাভিষেকের মুকুটটি লন্ডন টাওয়ারে সংরক্ষিত ছিল।
দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর এবং তৃতীয় চার্লস রাজা হওয়ার পর মুকুটটি লন্ডন ব্রিজ থেকে নিয়ে আসা হয়। -এএফপি

 

×