ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতালিতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ২৮ নভেম্বর ২০২২

ইতালিতে জরুরি অবস্থা জারি

ইতালির কাসামিসিওলা বন্দরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পর্যটন বাস

ইতালির দক্ষিণাঞ্চলের ইসচিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক নবজাতক ও দুই শিশু রয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। প্রবল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস ঘটে। এদিকে ভূমিধসের ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি সরকার। সোমবার ক্লাউদিও পালোম্বা নামের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম ও জরুরি সেবা থেকে বলা হয়, গত শনিবার সকালে ক্যাসামিসিসিওলা তার্ম শহরের ভেতরে দিয়ে কাদাপানি ও ধ্বংসাবশেষের ঢল নামে। তাতে অসংখ্য বাড়িঘর ও গাড়ি সমুদ্রে ভেসে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ক্যাসামিসিসিওলা তার্ম শহর। এ দুর্ঘটনায় শহরটির অন্তত ৩০টি পরিবার আটকা পড়েছে। -বিবিসি

×