ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

বিছানায় অর্ধনগ্ন হয়ে শুনানি চালিয়ে বরখাস্ত নারী বিচারপতি

প্রকাশিত: ১২:৪৯, ২৮ নভেম্বর ২০২২

বিছানায় অর্ধনগ্ন হয়ে শুনানি চালিয়ে বরখাস্ত নারী বিচারপতি

ভার্চুয়াল শুনানি চলাকালীন বিছানায় অর্ধনগ্ন অবস্থায় বিচারপতি

ভার্চুয়াল শুনানি চলাকালীন বিছানায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে ধূমপান করার অভিযোগে তিন মাসের জন্য এক নারী বিচারপতিকে বরখাস্ত করেছে কলম্বিয়ার এক আদালত।

আদালতে মামলা চলাকালীন বিচারপতি বা আইনজীবিদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। আদালতে শুনানি চলাকালীন তাদের নির্দিষ্ট পোশাকও পরতে হয়। কিন্তু সেসব নিয়ম জলাঞ্জলি দিয়ে নারী বিচারপতি ছোট পোশাকে, বিছানায় শুয়ে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন। মাঝেই চলছিল সুখটান। যা দেখে তাজ্জব উল্টো দিকে থাকা বিরোধী পক্ষের উকিল এবং অন্যরা।

সম্প্রতি তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। অভিযোগ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বসানো হয়েছে তদন্ত কমিটি। 

সূত্রের খবর, ৩৪ বছর বয়সী ওই নারী বিচারক ভিভিয়ান পোলানিয়া এর আগেও বহুবার এমন আদালত অবমাননাকর কাজ করেছেন। কমিটির বয়ান অনুযায়ী, সব দিক বিচার করে তারা সিদ্ধান্ত নিয়েছেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন পাবেন না তিনি।

নারী বিচারক ভিভিয়ান পোলানিয়া জানিয়েছেন, সেই সময়ে তার মানসিক অবস্থা ভালো ছিল না। তবুও কাজের প্রতি দায়বদ্ধ ছিলেন তিনি। তবে এর আগেও তিনি তার সহকর্মীদের দ্বারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থার শিকার হয়েছেন। পেশার সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো যোগাযোগ নেই। তাই অন্য কারও কথায় তিনি তার ব্যক্তিগত জীবনে বদল আনবেন না।

 

এমএইচ

×