ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জাতিসংঘে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি জেলেনস্কির

প্রকাশিত: ১৪:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২২

জাতিসংঘে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি জেলেনস্কির

ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া ইউক্রেনে টানা সাত মাস ধরে সামরিক অভিযান চালাচ্ছে । রুশ এই আগ্রাসনে ইউক্রেন অনেকটা বিপর্যস্ত হলেও পশ্চিমা অস্ত্র দিয়ে তারাও পাল্টা জবাব দিয়ে চলেছে। জাতিসংঘ ট্রাইব্যুনালের কাছে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার ‘ন্যায্য শাস্তি’ দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি।

একইসঙ্গে রাশিয়াকে আর্থিক জরিমানা এবং নিরাপত্তা পরিষদে মস্কোর ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ারও দাবি করেছেন তিনি।
 
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বুধবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষধের অধিবেশনে একটি ভিডিও ভাষণ দিয়েছেন। সেখানে বিশেষ জাতিসংঘ ট্রাইব্যুনালের কাছে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার ‘ন্যায্য শাস্তি’ দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি।

 
অন্যদিকে পৃথক এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার পূর্ব-রেকর্ডকৃত এক ভিডিও ভাষণে ইউক্রেনের নেতা একটি বিশেষ যুদ্ধ ট্রাইব্যুনাল এবং রাশিয়ার যুদ্ধাপরাধ বিশদভাবে তদন্তের আহ্বান জানান জেলেনস্কি।

এছাড়া ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি শান্তি ‘ফর্মুলা’ নির্ধারণ করে দেন তিনি। তার এই ভাষণের পর অধিবেশনে উপস্থিত অনেকে দাঁড়িয়ে অভিবাদন জানান।

নিজের বক্তব্যের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ‘অবৈধ যুদ্ধ’ বাঁধিয়ে ‘বিপর্যয়কর অশান্তি’ সৃষ্টি করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। নিজের এই ভাষণে ভ্লাদিমির পুতিনের ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণার কথা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপটি আমাদের দেখিয়ে দিয়েছে যে, মস্কো শান্তি আলোচনার বিষয়ে আগ্রহী নয়।

এছাড়া মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করার জন্য জরুরিভিত্তিতে তথাকথিত ভোটের পরিকল্পনারও নিন্দা জানান জেলেনস্কি। ভিডিও ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে একটি অপরাধ সংঘটিত হয়েছে এবং আমরা (রাশিয়ার) ন্যায্য শাস্তি দাবি করছি।’

জেলেনস্কি বলেন, আমাদের বিরুদ্ধে আগ্রাসনের অপরাধে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত... রাশিয়াকে তার সম্পত্তিসহ এই যুদ্ধের জন্য অর্থ প্রদান করা উচিত। একইসঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার কাছে থাকা ‘ভেটো ক্ষমতা প্রত্যাহার’ করার জন্যও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তব্যে জেলেনস্কি শান্তির জন্য আলোচনার অযোগ্য পাঁচটি শর্তের কথা বলেছেন। এর মধ্যে রুশ আগ্রাসনের শাস্তি, ইউক্রেনের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার এবং নিরাপত্তার নিশ্চয়তার মতো বিষয়গুলোও রয়েছে।

টিএস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার