ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে লেখক সালমান রুশদির ওপর হামলা

প্রকাশিত: ২১:৫৮, ১২ আগস্ট ২০২২

নিউইয়র্কে লেখক সালমান রুশদির ওপর হামলা

লেখক সালমান রুশদি।

নিউইয়র্কে বুকারজয়ী লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক স্টেটে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন তিনি। এমন সময় আচমকা ছুরি দিয়ে আক্রমণ করা হয় রুশদিকে।  আহত অবস্থায় এই লেখককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

নিউইয়র্কের শতকা ইনস্টিটিউশনে ৭৫ বছর বয়সি রুশদির উপর হামলা চালানো পর সঙ্গে সঙ্গে গোটা প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়েছে। 

নিউ ইয়র্কের পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রুশদির কলম থেকেই বেরিয়েছিল ‘দ্য স্যাটানিক ভার্সেস’। যে বইয়ের ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। অপরাধ ‘ধর্মদ্রোহ’। খোমেইনি মারা গিয়েছেন, কিন্তু ‘ফতোয়া’ জারি থেকেছে বছরের পর বছর। ওই বইয়ের কারণেই নব্বইয়ের দশকে ইতালির মিলানে রুশদির উপর হামলা চালানো হয়েছিল। শুধু তাই নয়, ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জাপানি অনুবাদক হিতোসি ইগারাসিকে ছুরি মেরে খুন করা টোকিয়োর একটি বিশ্ববিদ্যালয়ে।

সূত্র: বিবিসি। 

×