
ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তার বাড়িতে এফবিআই এজেন্টরা একটি লকার খুলতে ভাংচুর করেছে। খবর বিবিসির।
এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার তার পাম বিচের মার-এ-লাগো ভবনটি এফবিআইয়ের কয়েকজনের একটি দল নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনাকে জাতির জন্য কালো দিন বলেও অভিহিত করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সরকারী নথি দেখভালের সঙ্গে সংশ্লিষ্ট এই তল্লাশি অভিযান। ডোনাল্ড ট্রাম্প যখন ২০২৪ সালে সম্ভাব্য তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, তখনই তার বিষয়ে আইনী তদন্ত বেড়ে যাওয়ার ঘটনাটি ঘটল। সিবিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটিতে অবস্থান করছিলেন।