ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের একটি খননকুয়া থেকে এক হাজার চার শ’ কোটি বছর আগের একটি ডাইনোসরের উরুর হাড় পাওয়া গেছে। একদল জীবাশ্মবিদ ২০১০ সাল থেকে ওই এলাকায় খনন কাজ চালাচ্ছিলেন। হাড়টির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেখে মনে করা হচ্ছে, এটি ফ্রান্সের এই অঞ্চলে বাস করা সবচেয়ে বড় ডাইনোসরের হাড়। ফ্রান্সের ন্যাশনাল হিস্ট্রি জাদুঘরের জীবাশ্মবিদ রোনান এ্যালাইন বলেন, হাড়টি দেখে আমরা বিস্মিত হয়ে যাই। -এএফপি