ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মুসলিম নবজাতকের নাম মোদি

প্রকাশিত: ০৮:৪১, ২৭ মে ২০১৯

 মুসলিম নবজাতকের নাম মোদি

ভারতের লোকসভা নির্বাচনে ফল ঘোষণার দিন দেশটির উত্তর প্রদেশের বাসিন্দা মাইনাজ বেগমের কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সেই দিন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার ম্যান্ডেট পান নরেন্দ্র মোদি। এ জন্য মাইনাজ বেগম সিদ্ধান্ত নেন তিনি তার ছেলের নাম রাখবেন ‘নরেন্দ্র দামোদর দাস মোদি’। এতে বাধ সাধে পরিবার। তবে মাইনাজ বেগম অটল। কারণ মোদি সরকারের আমলে তিনি বিনামূল্যে শৌচাগার ও রান্নার গ্যাস পেয়েছেন। আবার এই সরকার তিন তালাক প্রথা বাতিল করেছে। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থেকে গ্রামপঞ্চায়েত সমিতিতে নাম নিবন্ধনের আবেদন করেছেন এই নারী। -এনডিটিভি
×