ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি

প্রকাশিত: ০৩:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি

শনিবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেক্টরে তথাকথিত নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’পক্ষের মধ্যে গোলা বিনিময় শুরু হয়। তবে কী কারণে নতুন করে গোলা বিনিময় শুরু হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত বলেছে, এর জন্য পাকিস্তানকে মূল্য চুকাতে হবে। চলতি মাসে কাশ্মীরে ভারতীয় এক সেনা শিবিরে চালানো হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার পর থেকেই দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলা বিনিময়ের কারণে উরি সেক্টরের গ্রামগুলোর শত শত বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সূত্র : ইন্টারনেট
×