ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আবারও শীর্ষ ধনী জেফ বেজোস

প্রকাশিত: ১৮:৩৪, ২৯ অক্টোবর ২০১৭

আবারও শীর্ষ ধনী জেফ বেজোস

অনলাইন ডেস্ক ॥ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে এখন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদ এক রাতেই বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার। বিশ্বের সব থেকে বড় অনলাইন রিটেল স্টোর অ্যামাজনের স্টক বাড়াতেই বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বেরে এক নম্বর ধনী ব্যক্তির তালিকায় উঠে আসেন জেফ বেজোস। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য মতে, বিল গেটসের সম্পদের পরিমাণ যখন ৯০ দশমিক ১ বিলিয়ন ডলার, তখন জেফ বেজোসের সম্পদ ৯০ দশমিক ৬ বিলিয়ন ডলার। এর আগেও, গত অগাস্টে একবার বিল গেটসকে পেছনে ফেলে ছিলেন জেফ বেজোস। ফোর্বসের খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই হঠাৎ এ অদলবদল হয়েছে। গত শুক্রবার নিউইয়র্ক সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়) অ্যামাজনের শেয়ার ৭ শতাংশ বেড়ে যায়। আর তাতেই ৭ বিলিয়ন ডলারের কাছাকাছি সম্পদ বেড়ে যায় জেফ বেজোসের। এর ফলেই তিনি বিশ্বের শীর্ষ ধনী হন।
×