ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লিতে শুরু হচ্ছে আলফার সাথে শান্তি আলোচনা

প্রকাশিত: ১৮:১৩, ২৪ নভেম্বর ২০১৫

দিল্লিতে শুরু হচ্ছে আলফার সাথে শান্তি আলোচনা

অনলাইন ডেস্ক॥ ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা-র সাথে আজ দিল্লিতে শুরু হচ্ছে সরকারের শান্তি আলোচনার এক গুরুত্বপূর্ণ পর্ব। ধারণা করা হচ্ছে যে, আসাম রাজ্যে তিন দশকেরও বেশি সময় ধরে চলা সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তির খসড়া প্রণয়নের কাজ এই বৈঠক থেকেই শুরু হবে। এতে আলফার পক্ষ থেকে যোগ দিচ্ছেন অরবিন্দ রাজখোয়া সহ সংগঠনটির শীর্ষ নেতারা, আর সরকারের পক্ষ থেকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন, আজকের বৈঠকেই একটি শান্তি চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হবে। এরপর সেটি নিয়ে আলোচনা এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে। তবে, এর আগেই আলফা, কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনার বড় অংশটি সম্পন্ন করে ফেলেছেন। সম্প্রতি বাংলাদেশের কারাগারে বন্দী থাকা আলফার শীর্ষস্থানীয় নেতা অনুপ চেতিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে, তবে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে। মি. চেতিয়াকে সোমবার দিল্লি থেকে গুয়াহাটি নিয়ে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এর আগে, বহুদিনই এ ধরণের আলোচনায় যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন মি. চেতিয়া। সূত্র : বিবিসি বাংলা
×