ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পথে কানাডা ও ফ্রান্স, গাজা পরিস্থিতি নিয়ে একযোগে পদক্ষেপের বার্তা

প্রকাশিত: ২১:৪৮, ৩১ জুলাই ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পথে কানাডা ও ফ্রান্স, গাজা পরিস্থিতি নিয়ে একযোগে পদক্ষেপের বার্তা

গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন তারা।

বুধবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা গাজার দ্রুত অবনতিশীল মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন।

ফ্রান্সের নেতৃত্বে 'দুই রাষ্ট্র সমাধান' নিয়ে চলমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী কারনি। তিনি সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনকে 'দুটি রাষ্ট্র সমাধানে' এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, “এই সপ্তাহে সম্মেলনে গৃহীত অঙ্গীকারের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।”

কানাডা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তার প্রচেষ্টা আরও জোরদার করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে। এ লক্ষ্যে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের (E3) অন্যান্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইতোমধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কানাডাও জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

বিশ্বের বড় পরাশক্তিগুলোর এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংকট নিরসনে একটি নতুন কূটনৈতিক গতি সঞ্চার করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

 

 

সূত্র:https://tinyurl.com/4mteer58

আফরোজা

×