ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

মধ্যপ্রাচ্যে নতুন সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন ঘোষণা

প্রকাশিত: ২১:২৬, ২ নভেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্যে নতুন সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় নিহত এক শিশুকে দাফনের জন্য নেওয়া হচ্ছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করবে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বেজিং তার সমর্থন অব্যাহত রাখবে বলে নিশ্চয়তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই ঘোষণা দেন। খবর ইরনার।
শনিবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরাইলে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র। রাইডার বলেন, নতুন বাহিনী আগামী মাসগুলোতে আসতে শুরু করবে।

ইসরাইল গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য হামলা চালায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।  গত ২৬ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের তাফতানে পাকিস্তান সীমান্তের কাছে এক সন্ত্রাসী হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১০ সদস্য নিহত হন।

×