
পরিচিতি সভা।
ওমানে বাংলাদেশিদের সংস্কৃতি ও কৃষ্টিকে বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছে ওমান-বাংলাদেশ সোশ্যাল ক্লাব। প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানেও এগিয়ে এসেছে সংগঠনটি। সম্প্রতি, কুমিল্লা অঞ্চলের বাংলাদেশিদের নিয়ে ওমানে গঠিত হয় ক্লাবের নতুন শাখা। সম্প্রতি ওমানে বিশাল পরিসরে হয় এই শাখার পরিচিতি সভা।
ওমান সরকার অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আঞ্চলিক উইংস হিসেবে ওমান সরকারের অনুমোদন পেয়েছে- বৃহত্তর কুমিল্লা উইং। সাধারণ সম্পাদক এমএন আমিন এর ঘোষণার মাধ্যমে বৃহত্তর কুমিল্লা উইংসের নব গঠিত আহ্বায়ক কমিটির ফোরকান উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সাইদুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম উন্মেচিত করা হয়।
এই উপলক্ষে ক্লাবের মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী হল রুমে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব চেয়ারম্যান সিরাজুল হক। এ ছাড়া, ক্লাবের এক্সিকিউটিভ কমিটিসহ ওমানস্থ সোশ্যাল ক্লাবের নোয়াখালী উইংস ও চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস, যুব উইংস, মিডিয়া কর্মী এবং বৃহত্তর কুমিল্লা উইংসের নেতারা উপস্থিত ছিলেন।
বৃহত্তর কুমিল্লা উইংসকে ওমান সরকারের অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা করায়- ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক ও ক্লাবের এক্সিকিউটিভ কমিটির প্রতি কুমিল্লা অঞ্চলের অধিবাসীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ক্লাবের চেয়ারম্যান সকলকে ওমান সরকারের যাবতীয় নিয়ম কানুন মেনে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্লাব পরিচালনার আহ্বান জানান।
এম হাসান