
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছ্নে, মুক্তিযুদ্ধের চেতনায় এক থাকতে হবে, কেউ যেন বিভক্ত করতে না পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। এই পথে আমাদের বহু সন্তান জীবন উৎসর্গ করেছে। আমরাও নানা ত্যাগ স্বীকার করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ছয় বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের নেতাকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে। আমরা অনেকেই কারাগারে ছিলাম—সবই একটি মাত্র লক্ষ্য সামনে রেখে: গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা।
তিনি আরো বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সকল মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, সমান অধিকার ভোগ করবে, এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আজ আমাদের সামনে সেই সুযোগ এসেছে। আমরা আশা করি, সবাই মিলে এই সুযোগের সৎ ব্যবহার করে আমরা একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা বিভাজনের পথে নয়, ঐক্যের পথে চলতে চাই। প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশকে গড়তে চাই।
ফারুক