ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:২০, ৯ মে ২০২৫

রাজশাহীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর তালাইমারিতে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়।

সমাবেশে আন্দোলনকারীরা 'আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে', 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর', 'ব্যান ব্যান আওয়ামী লীগ', 'আওয়ামী লীগ বাইরে কেন? ইন্টেরিম জবাব চাই', 'গোলামি না আজাদী? আজাদী আজাদী', 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না', 'সাকিব ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবোনা' প্রভৃতি স্লোগান দেন। 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের ইতিহাসে আরেকটি জুলাই নেমে এসেছে। আজকে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে আসি নাই, তবে রাজনীতির নামে যে দল গণহত্যা করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের নিষিদ্ধের দাবিতে এখানে এসেছি। আমাদের দাবি স্পষ্ট, যারা আমাদের ভাই-বোনদের খুন করেছে, যে মাটিতে আমাদের ভাই-বোন শহীদ হয়েছে, সেই মাটিতে তাদের হত্যাকারীদের কোনো জায়গা হবেনা। অনতিবিলম্বে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

রাবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, চব্বিশের জুলাইয়ে আওয়ামী লীগ যে গণহত্যা পরিচালনা করেছে তা একাত্তরের ২৫শে মার্চের গণহত্যার চেয়ে কোনো অংশে কম নয়। তবে একাত্তর সালে এদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছিল সেটা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের দেশের সরকারই গণহত্যা পরিচালনা করেছে। আমাদের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদেরই ভাই-বোনদেরকে হত্যা করা হয়েছে। এতগুলো গণহত্যা পরিচালনার পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। যদি খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে-হেচরে গদি থেকে নামানো হয়েছে এবং তাকে ভারতে পলায়ন করতে হয়েছে, আইনমন্ত্রী আসিফ নজরুল আপনিও প্রস্তুতি গ্রহণ করুন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, মেহেদী সজীব, আকিল বিন তালেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সংগঠক মিলন আহমেদ, রাজশাহী কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, মহানগর হেফাজতে ইসলামীর সভাপতি মো. হাফেজ আবদুল্লাহ, ইসলামি ছাত্র আন্দোলনের নেতা পারভেজ আকন্দ, উত্তরবঙ্গ কওমি ছাত্র সংসদের নেতা হাফেজ আমির প্রমুখ। এ ছাড়াও কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ দুই শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

লুবনা/রবিউল

×