ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরাইলি সেনার গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ২৩:২২, ২৩ অক্টোবর ২০২২

ইসরাইলি সেনার গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির সঙ্গে হাতাহাতি করছে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলী বাহিনী আরও এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। রবিবার পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। খবর আলজাজিরার।
অপরদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ইসরাইলিকে ছুরিকাঘাত করার পর আরেক ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরাইলি পুলিশ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনি যুবকের নাম রাবি আরাফাহ রাবি (৩২)। তিনি কালকিলিয়া শহরের দক্ষিণ-পূর্বে একটি চেকপয়েন্টে মাথায় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান তিনি। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, অবৈধভাবে কিছু যাত্রী ইসরাইলে প্রবেশ করার পরে তাদের সেনারা একটি গাড়ি আটক করার চেষ্টা করে।

 

×