ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোক্তাদা আল-সদরের সমর্থকদের দখলে ইরাকের পার্লামেন্ট

প্রকাশিত: ২৩:১১, ৩১ জুলাই ২০২২

মোক্তাদা আল-সদরের  সমর্থকদের দখলে  ইরাকের পার্লামেন্ট

ইরাকের পার্লামেন্ট দখলে নেয়ার পর দেশটির শিয়া নেতা মোক্তাদা আল-সদরের সমর্থকরা সেখানে অবস্থান নেয়

ইরাকের পার্লামেন্ট দখলে নিয়েছে দেশটির শিয়া নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরাইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-সুদানিকে মনোনয়ন দেয়ার পর থেকেই কঠোর বিরোধিতা করে আসছিল তারাখবর আলজাজিরার

শনিবার ইরাকের পার্লামেন্ট ভবন দখলে নিয়ে মোক্তাদা আল-সদরের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেপ্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেয়া নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছেএর আগে গত বুধবারও সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করে মোক্তাদা আল-সদরের সমর্থকরা

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিক্ষোভে আহত হয়েছে কমপক্ষে ১২৫ জনএর মধ্যে ১০০ বিক্ষোভকারী ও ২৫ নিরাপত্তা বাহিনীর সদস্যবিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেজবাবে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশরাজনৈতিক অচলাবস্থার কারণে ইরাকে এখন পর্যন্ত নির্বাচিত সরকার গঠিত হয়নিগত বছরের অক্টোবরে একবার নির্বাচন হয়কিন্তু রাজনৈতিক দলগুলো কোন নেতার বিষয়ে একমত না হওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া একটি জায়গায় আটকে আছেসম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকরা

খবরে আরও বলা হয়, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের পর জনগণ আপনার সঙ্গে আছে সাইয়্যেদ মুক্তাদাবলে স্লোগান দিতে থাকেএ ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির মিডিয়া অফিস রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে একটি বিবৃতি জারি করেনপ্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার সময় বেশ কয়েকজন আহত হনকিন্তু তারা সরে যাননিশনিবার আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে ঘোষণা করতে পার্লামেন্টে ভোট হওয়ার কথা ছিল

×