ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জার্মানিতে বাতিল হচ্ছে ফ্লাইট

প্রকাশিত: ১৯:৫৯, ৪ ডিসেম্বর ২০২৩

জার্মানিতে বাতিল হচ্ছে ফ্লাইট

ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না।

তুষারপাতের কারণে জার্মানিতে রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় এবং বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণেও ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে অসংখ্য মানুষ বিমানবন্দর ও রেলস্টেশনে আটকে দুর্ভোগ পোহাচ্ছে।

জার্মানির সরকারি রেলওয়ে কোম্পানি ডয়চে বান সতর্ক করে বলেছে, তুষারপাতের কারণে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্যন্ত গণপরিবহন তথা সাধারণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকতে পারে। এদিকে বিশেষ কোনো জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেছে স্থানীয় পুলিশ।

মিউনিখ শহরের একজন মুখপাত্র জানিয়েছেন, কয়েকদিন ধরেই দেশটিতে ব্যাপক তুষারপাত হচ্ছে। এ তুষারপাতে ঢেকে গেছে পুরো মিউনিখ শহর। কোথাও কোথাও ১৬ ইঞ্চির তুষারপাত হয়েছে। ১৯৩৩ সালের পর এই প্রথম তুষারপাতে রেকর্ড গড়ল মিউনিখ শহর।

 

এম হাসান

×