
ক্যাথলিক যাজক জর্জ পেলে
শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্যাথলিক যাজক জর্জ পেলে মারা গেছেন। মৃত্যুর সময় জর্জ পেলের বয়স হয়েছিল ৮১ বছর। ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে বুধবার কার্ডিনাল পেলের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ফাদার জোসেফ হ্যামিল্টন।
নিতম্বের অস্ত্রোপচারের সময় হৃৎপিণ্ডের জটিলতায় মারা যান তিনি। পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। ২০১৪ সালে ভ্যাটিকানে অর্থ বিভাগের দায়িত্ব পান তিনি। -বিবিসি