ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলায় প্রেমিককে খুন করেন প্রেমিকা

প্রকাশিত: ১৫:৩৬, ৩ আগস্ট ২০২৫

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলায় প্রেমিককে খুন করেন প্রেমিকা

ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলায় রাগ করে পেটে ছুরি মেরে প্রেমিককে খুন করেন প্রেমিকা। শনিবার (২ আগস্ট) রাতে ভারতের গুরুগ্রামের ডিএলএফ এলাকায় ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার গুরুগ্রামের বালিয়াওয়াস গ্রামের বাসিন্দা হরিশ। গ্রামে বাড়িতে তার স্ত্রী এবং দুই কন্যাসন্তান থাকেন। শহরে একটি ভাড়াবাড়িতে প্রেমিকার সঙ্গে থাকতেন তিনি। বছর খানেক সম্পর্ক তাদের। ওই তরুণীর নাম যশমীত কৌর। শনিবার রাতে ২৭ বছরের যশমীত খুন করেন হরিশকে। কারণ, যুবক ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার রাতে কথা-কাটাকাটি হয়  যশমীত ও হরিশের। তার আগে স্ত্রীর কথা হচ্ছিল ফোনে। কেন স্ত্রীর সঙ্গে কথা বলছেন এ নিয়ে নিয়েই রাগ প্রেমিকার। হরিশ জানান, স্ত্রীর শরীর ভালো নেই। তাই খবর নিচ্ছিলেন।এরপরই শুরু হয় ঝগড়া। একপর্যায়ে রান্নাঘর থেকে সববি কাটার ছুরি নিয়ে হরিশের পেটে আঘাত করেন যশমীত। রক্তাক্ত অবস্থায় প্রেমিককে দেখে নিজে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ওই তরুণী। কিন্তু রক্তক্ষরণে মৃত্যু হয় ৪০ বছরের যুবকের। ইতোমধ্যে প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী দিল্লির অশোকনগরের বাসিন্দা। তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। 

আনন্দবাজার

তাসমিম

×