ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আলজাজিরাকে পেজেশকিয়ান

ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৩ জুলাই ২০২৫

ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান

মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য দরকার হলে তার দেশ ইসরাইলের সঙ্গে ফের যুদ্ধ করতেও প্রস্তুত। চলমান যুদ্ধবিরতি নিয়েও ইরান আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা ও ইসরাইলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন ইরানের এই নেতা। যা বুধবার সম্প্রচার করা হয়েছে। পরমাণু চুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনার মধ্যে গত ১৩ জুন ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। একাধিক পরমাণু কেন্দ্রের পাশাপাশি দেশটির বহু শহরে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইরান। এক পর্যায়ে ইসরাইলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরই যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার মধ্য দিয়ে নাটকীয়ভাবে ১২ দিনের সংঘাতের আপাত অবসান ঘটে। ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে একাধিক মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, মার্কিন হামলায় যেমনটা দাবি করা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ততটা ক্ষতি হয়নি। পশ্চিমা দেশগুলো এখন আবার ইরানের সঙ্গে আলোচনা চাইছে। এর নেতারা বলছেন, তারা চলমান পারমাণবিক কর্মসূচির স্থায়ী সমাধান চান এবং ইরান কোনোভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

এদিকে ইসরাইলি নেতারা বলছেন, ইরানকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুদ্ধার করতে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির এবং শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক নিরাপত্তা মূল্যায়ন অনুষ্ঠানে বক্তৃতাকালে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা রয়েছে। পশ্চিমা ও ইসরাইলি নেতাদের এমন বক্তব্যের পরই ইরানের প্রেসিডেন্টের বক্তব্য সামনে এলো। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইন মেনেই তার নিজ ভূখ-েই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে।

যারা মনে করে আমাদের পরমাণু কর্মসূচির ইতি ঘটেছে, তারা বিভ্রমের মধ্যে আছে। আমাদের পরমাণু সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মনে নিহিত, কেবলমাত্র স্থাপনাগুলোতে নয়। এর জন্য যদি ফের যুদ্ধও করতে হয় তার জন্য ইরান প্রস্তুত বলেও মন্তব্য করেন মাসুদ পেজেশকিয়ান। তার কথায়, আমরা ইসরাইলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী ইসরাইলের গভীরে আঘাত হানতে প্রস্তুত। যুদ্ধবিরতি প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট বলেন, ১২ দিনের যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতির ওপর ইরান নির্ভর করছে না। 
তার কথায়, আমরা এটা নিয়ে খুব একটা আশাবাদী নই। এ জন্যই আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি এবং যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। ১২ দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতির ইঙ্গিত করে তিনি বলেন, ইসরাইল আমাদের ব্যাপক ক্ষতি করেছে এবং আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের ওপর শক্তিশালী আঘাত করেছে এবং আমরাও তাদের গভীরে প্রচণ্ড আঘাত করেছি। কিন্তু তারা তাদের ক্ষতি গোপন করছে।

প্যানেল হু

×