ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

এবার তলানিতে ভারতীয় রুপির মান

প্রকাশিত: ১৬:৩৭, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:৩৮, ১১ নভেম্বর ২০২৪

এবার তলানিতে ভারতীয় রুপির মান

ইতিহাসে এবার সবচেয়ে দুর্বল অবস্থায় ভারতীয় রুপি।

 

আজ সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময় হার কমেছে আরও ১ পয়সা। এতে ভারতে ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৪ দশমিক ৩৮ রুপি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এই  তথ্য জানিয়েছে।

 

গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমেছিল ৫ পয়সা। তাতে ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি।

 

ব্যবসায়ীরা বলছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে।

 

এনডিটিভি আরও জানায়, মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে রুপির সূচক।

 

চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই বিশ্ব বাজারে শক্তিশালী হতে শুরু করে ডলার।

 

আরবিআইয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের ১০ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ৮৩ দশমিক ৯৭ রুপিতে নেমে যায় ভারতীয় মুদ্রা। ২০ সেপ্টেম্বরের মধ্যেই দাম বাড়ায় তা ফের ৮৩ দশমিক ৪৯ রুপিতে চলে এসেছিল।

 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও রুপির দামের পতন আটকানো যায়নি। গত ২৭ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায় ৮৩ দশমিক ৬৭ রুপিতে। এই দর নামতে নামতে গত শুক্রবার আরও কমে ৮৪ দশমিক ৩৪ রুপিতে নেমে যায়।

তানজিলা

×