ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

এক নারীর দুই জরায়ু, প্রতিটি থেকেই  সন্তান জন্ম, বিরল ঘটনাটি ভাইরাল 

প্রকাশিত: ১৩:৪২, ১ অক্টোবর ২০২৪; আপডেট: ১৪:১০, ১ অক্টোবর ২০২৪

এক নারীর দুই জরায়ু, প্রতিটি থেকেই  সন্তান জন্ম, বিরল ঘটনাটি ভাইরাল 

একজন নারীর দুটি জরায়ু, একসঙ্গে প্রতিটি থেকেই জন্ম দিয়েছেন একটি করে সন্তান।

স্বাভাবিক প্রক্রিয়ায় দুটি জরায়ুতেই বাচ্চার জন্ম দেওয়া খুবই বিরল। আর এই বিরল ঘটনাটি ঘটেছে চীনে। একজন নারীর দুটি জরায়ু, একসঙ্গে প্রতিটি থেকেই জন্ম দিয়েছেন একটি করে সন্তান। তিনি  আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। 

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিংপোস্ট জানিয়েছে, সেপ্টম্বরের প্রথম দিকে শানসি প্রদেশের জিয়ান শহরের এক হাসপাতালে একটি ছেলে ও মেয়ে সন্তানের জন্ম দেন লি নামের ওই নারী। উভয় সন্তানই সুস্থ রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন- ছেলে শিশুটির ওজন ৩.৩ কেজি ও মেয়ে শিশুর ওজন ২.৪ কেজি।

প্রতিবেদনে বলা হয়—বিশ্বের মাত্র ০.৩ শতাংশ নারী এ ধরনের সমস্যার সম্মুখীন হন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইউটেরাস ডাইডালফিস।

প্রতি ১০ লাখ নারীর একজন এই ধরনের জটিলতার সম্মুখীন বলে জানিয়েছেন জিয়ানের ৪নং হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডা. কাই ইয়াং। বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় দুটি জরায়ুতেই বাচ্চার জন্ম দেওয়া খুবই বিরল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গেল ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সেখানে একজন নারী যমজ কন্যাসন্তানের জন্ম দেন, যাদের প্রতিটি আলাদা আলাদ জরায়ুতে বেড়ে উঠেছিল। তবে, ওই নারী এর আগে তিনটি সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই গর্ভধারণগুলো শুধুমাত্র তার দুই জরায়ুর একটি দিয়েই সম্পন্ন হয়েছিল।

তাসমিম

×