ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে স্কুল বাস দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল বাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ২ জুলাই ২০২২

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল বাস

রাস্তা থেকে নীচে পড়ে আছে স্কুল বাস

শনিবার দুপুর দুটোর কিছুটা পরে ওই দুর্ঘটনাটা ঘটে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায়

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল স্কুল বাস শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে দুর্ঘটনার জেরে বেশ কয়েক জন পড়ুয়া জখম হয়েছে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দুটোর কিছুটা পরে ওই দুর্ঘটনাটা ঘটে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায় দুর্ঘটনার সময় বাসে ৭১ জন পড়ুয়া ছিলেন তার মধ্যে ১৫ জনের চোট লেগেছে এর মধ্যে কয়েক জনের মথাতেও আঘাত লেগেছে আহতদের মধ্যে আট জন গুরুতর জখম দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে আসে পুলিশও আহতদের মালদহ মেডিক্যাল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

বাসটি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছুটির পর ফেরার পথে এই বিপত্তি ঘটে রাজু মোহন্ত নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘বাড়ি থেকে বেরিয়ে দেখতে পেলাম বাসটি আস্তে আস্তে উল্টে যাচ্ছে বাসটি সেই সময় আস্তেই যাচ্ছিল’’ কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ

সূত্র: আনন্দবাজার পত্রিকা

×