ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫০ হাজার বছর  পর এলো বিরল  ধূমকেতু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১ ফেব্রুয়ারি ২০২৩

৫০ হাজার বছর  পর এলো বিরল  ধূমকেতু

বিরল  ধূমকেতু

৫০ হাজার বছর পর ফের দেখা দিয়েছে বিরল এই সবুজ ধূমকেতু। সম্প্রতি এটি লাদাখের আকাশে দেখা গেছে। অ্যাস্ট্রোফটোগ্রাফাররা ইতোমধ্যেই এর সুন্দর আকর্ষণীয় ছবিও তুলেছেন।  পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের মাঝে ঘণ্টায় প্রায় ২ লাখ ৭ হাজার কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে সবুজ রঙের এই ধূমকেতুটি। এর নিউক্লিয়াসের আয়তন ১ দশমিক ৬ কিলোমিটার, আর এর লেজটি সুদীর্ঘ। কয়েকলাখ কিলোমিটার দীর্ঘ। ধূমকেতুটি যত সামনে আসবে তত উজ্জ্বল লাগবে। দিগন্ত তত সুন্দর অপরূপ লাগবে। এটির সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা, মোটামুটি ১০ ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলের কাছাকাছি এই ধূমকেতুটিকে দেখা যাবে।-এনডিটিভি

×