ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কানে মোবাইল ধরে কথা বলায় বাড়ছে স্ট্রোক ও স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত: ১৯:৪১, ১০ জুলাই ২০২৫

কানে মোবাইল ধরে কথা বলায় বাড়ছে স্ট্রোক ও স্বাস্থ্যঝুঁকি

অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে মোবাইলে কথা বলার কারণে মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, খিটখিটে মেজাজ ও ডায়াবেটিসের প্রবণতা বাড়ে। এসব সমস্যার সম্মিলিত প্রভাবে বাড়ে স্ট্রোকের ঝুঁকিও।

বিশেষ করে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে যখন ফোন গরম হয়ে যায় এবং সেই অবস্থায় কানে ধরে কথা বলা হয়, তখন তা মস্তিষ্কের কোষে সরাসরি প্রভাব ফেলে। এটি ব্রেইন সেলের ক্ষতি ঘটাতে পারে বলে মনে করেন চিকিৎসকরা।

তবে কিছু সচেতন অভ্যাস এই ঝুঁকি কিছুটা কমাতে পারে। যেমন, সরাসরি কানে না ধরে স্পিকার ফোন ব্যবহার করলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। আবার ঘুমানোর সময় অনেকেই ফোন চার্জে দিয়ে মাথার পাশে রেখে দেন, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, চার্জে থাকা মোবাইল ফোন থেকে নির্গত তাপ ও রেডিয়েশন মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে।

চিকিৎসক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা তাই মোবাইল ব্যবহারে সংযম ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য রক্ষায় প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

Jahan

×